বাংলাদেশের সোনার ছেলেরা ভারত এর বিপক্ষে বিজয় ছিনিয়ে নিয়েছে। এ গর্ব আজ ১৬ কোটি মানুষের। আমি উল্লাসিত। আমি আশাবাদী, আমি সুভাকাঙ্কখি। আমার কাছে মনে হয় আমাদের উল্লাস টা কিছুটা খটকা লাগার মতো!!! সাম্প্রতিক সময় এ আমার মত আর একজন বাক্তিকে পেয়েছি যিনি আমার চিন্তা ভাবনার সাথে একমত। তিনি আমার প্রিয় শিক্ষক। আমি ভাল লেখক নই তাই উনার লেখা টা হুবহু কপি করলাম---
"সাম্প্রতিক সময়ে "বাঁশউল্লাস" আমাকে হতাশ করিয়াছে ...এ জাতি কখনই ল্যাং মারিয়া জিতিয়া সুখ লইবার মত অকর্মণ্য নয় বরং সর্বদাই নিজের শক্তিতে বলিয়ান.....ছোট-বড়, শিক্ষক-ছাত্র, ধনী-গরীব, বোকা-বুদ্ধিমান নির্বিশেষে আমাদের বাঁশউল্লাস দেখিয়া মনে হয় যেন খেলিয়া জিতিবার কোনো যোগ্যতাই আমাদের ছিল না....এই সুযোগে অনৈতিক বিপণন প্রচারও শুরু হইয়া গিয়াছে, যাহা জাতিগত সম্প্রীতির পরিপন্থীও বটে!!!!.....খেলোয়াড় সুলভ মানসিকতা শুধুমাত্র জয়ের মাধ্যমে প্রকাশ পায় না বরং অন্যকে পরাজয় মানিয়া লইবার শক্তি অর্জনে সহযোগিতা করা এবং নিজে পরাজয় মানিয়া লইবার সামর্থ্যও আশা করে, যেগুলি জয়ের সামিল বলিয়াই এতকাল জানিয়া আসিয়াছি এবং সেইমতো আচার-আচরণ রপ্ত করিয়াছি.....এক্ষণে যাহা ঘটিতেছে তাহা খেলাধুলার নামে পাড়ায় মহল্লায় ছড়াইয়া পরিলে কী হইবে বাপু ?......অন্যের হৃদয়ে অথবা শরীরে বেদনা সৃষ্টি করিয়া আনন্দ পাইবার মানসিকতা একধরনের মানসিক রোগও বটে....বিস্তারিত জানিতে ক্লিক করুন ......https://en.wikipedia.org/wiki/Sadistic_personality_disorder....... তদুপরি ইহারা নিজের জয়ের আনন্দ উপভোগ করিতে অপারগ ........একে অন্যের বিপদ, কষ্ট ও পরাজয় দেখিয়া আনন্দ পাইতে থাকিলে , পুরো সমাজ এক সময় আনন্দের নামে দুক্ষে ভরিয়া উঠিবে এবং পরাজিত সমাজ ব্যবস্থায় পরিনত হইবে,কারণ "অসুখ" কখনো "সুখের" কারণ হইতে পারে না.........আবার তাহা যদি দীর্ঘস্থায়ী হয় তাহা হইলে তো কথাই নাই.......সাময়িক অসুখ-বিসুখ থাকিলে দ্রুত নিরাময় আমাদের সকলেরই কাম্য, ঠিক যেমনটি মাঠের উত্তেজনায় বাঁশচর্চা করিয়াছিলে সাময়িক,যাহার জন্য কোনো চিকিত্সাই লাগিবার কথা না, বড়জোর প্রাথমিক..... ....সুখের(!) এই মহামারী দেখিয়া এতদিন পরে বুঝিতে পারিলাম কোন বিবেচনায় আমরা একবার পৃথিবীর সবথেকে সুখী জাতির খেতাব পাইয়াছিলাম...যাহার মেরিট লিস্ট-এ আমরা এখনো ভালো অবস্থানে রহিয়াছি...কারণ সুখ(!) অর্জনের জন্য প্রয়োজনীয় অসুখ আমরা অর্জন করিয়াছি এবং পুষিয়া রাখিয়াছি পরম যতনে ......মানুষ বিজয় উপভোগ করিবার জন্য নয়নে-স্বপনে-নিশি-জাগরণে এতটা অবিরাম অশালীন হইতে পারে ? ..এ প্রশ্ন আজ মোকাবেলা করিয়াছি আমার সন্তানের কাছে...কারণ বর্তমান কালের এই বস্তটি সম্পর্কে জানার আগ্রহ তাহার পরিক্ষা প্রস্তুতিকে ছাড়াইয়া গিয়াছে......আমাদের শিশু সন্তানেরা কি শিখিবে এই মহাউল্লাসচর্চা হইতে ? খেলায় জয় বা পরাজয় যেকোনটাই থাকিতে পারে ইহা মাথায় লইয়া, একদা তাহারা সবাই যদি বাঁশ লইয়া মাঠে গমন করে তখন সকল খেলাই পরিণত হইবে "লাঠি খেলায়" ...... বাঁশউল্লাস করিবার অথবা দেখিবার কেহই থাকিবে না ||........হে অভাগারা, তোমরা অসুখের কাছে পরাজিত হইয়া সুখ বঞ্চিত হইয়ো না....সর্বোপরী সুন্দরবনের বাঘকে তোমরা বাঁশবাগানে নামাইও না..." copyright @ Syed M Rahman Raju copyright @ Syed M Rahman Raju
"সাম্প্রতিক সময়ে "বাঁশউল্লাস" আমাকে হতাশ করিয়াছে ...এ জাতি কখনই ল্যাং মারিয়া জিতিয়া সুখ লইবার মত অকর্মণ্য নয় বরং সর্বদাই নিজের শক্তিতে বলিয়ান.....ছোট-বড়, শিক্ষক-ছাত্র, ধনী-গরীব, বোকা-বুদ্ধিমান নির্বিশেষে আমাদের বাঁশউল্লাস দেখিয়া মনে হয় যেন খেলিয়া জিতিবার কোনো যোগ্যতাই আমাদের ছিল না....এই সুযোগে অনৈতিক বিপণন প্রচারও শুরু হইয়া গিয়াছে, যাহা জাতিগত সম্প্রীতির পরিপন্থীও বটে!!!!.....খেলোয়াড় সুলভ মানসিকতা শুধুমাত্র জয়ের মাধ্যমে প্রকাশ পায় না বরং অন্যকে পরাজয় মানিয়া লইবার শক্তি অর্জনে সহযোগিতা করা এবং নিজে পরাজয় মানিয়া লইবার সামর্থ্যও আশা করে, যেগুলি জয়ের সামিল বলিয়াই এতকাল জানিয়া আসিয়াছি এবং সেইমতো আচার-আচরণ রপ্ত করিয়াছি.....এক্ষণে যাহা ঘটিতেছে তাহা খেলাধুলার নামে পাড়ায় মহল্লায় ছড়াইয়া পরিলে কী হইবে বাপু ?......অন্যের হৃদয়ে অথবা শরীরে বেদনা সৃষ্টি করিয়া আনন্দ পাইবার মানসিকতা একধরনের মানসিক রোগও বটে....বিস্তারিত জানিতে ক্লিক করুন ......https://en.wikipedia.org/wiki/Sadistic_personality_disorder....... তদুপরি ইহারা নিজের জয়ের আনন্দ উপভোগ করিতে অপারগ ........একে অন্যের বিপদ, কষ্ট ও পরাজয় দেখিয়া আনন্দ পাইতে থাকিলে , পুরো সমাজ এক সময় আনন্দের নামে দুক্ষে ভরিয়া উঠিবে এবং পরাজিত সমাজ ব্যবস্থায় পরিনত হইবে,কারণ "অসুখ" কখনো "সুখের" কারণ হইতে পারে না.........আবার তাহা যদি দীর্ঘস্থায়ী হয় তাহা হইলে তো কথাই নাই.......সাময়িক অসুখ-বিসুখ থাকিলে দ্রুত নিরাময় আমাদের সকলেরই কাম্য, ঠিক যেমনটি মাঠের উত্তেজনায় বাঁশচর্চা করিয়াছিলে সাময়িক,যাহার জন্য কোনো চিকিত্সাই লাগিবার কথা না, বড়জোর প্রাথমিক..... ....সুখের(!) এই মহামারী দেখিয়া এতদিন পরে বুঝিতে পারিলাম কোন বিবেচনায় আমরা একবার পৃথিবীর সবথেকে সুখী জাতির খেতাব পাইয়াছিলাম...যাহার মেরিট লিস্ট-এ আমরা এখনো ভালো অবস্থানে রহিয়াছি...কারণ সুখ(!) অর্জনের জন্য প্রয়োজনীয় অসুখ আমরা অর্জন করিয়াছি এবং পুষিয়া রাখিয়াছি পরম যতনে ......মানুষ বিজয় উপভোগ করিবার জন্য নয়নে-স্বপনে-নিশি-জাগরণে এতটা অবিরাম অশালীন হইতে পারে ? ..এ প্রশ্ন আজ মোকাবেলা করিয়াছি আমার সন্তানের কাছে...কারণ বর্তমান কালের এই বস্তটি সম্পর্কে জানার আগ্রহ তাহার পরিক্ষা প্রস্তুতিকে ছাড়াইয়া গিয়াছে......আমাদের শিশু সন্তানেরা কি শিখিবে এই মহাউল্লাসচর্চা হইতে ? খেলায় জয় বা পরাজয় যেকোনটাই থাকিতে পারে ইহা মাথায় লইয়া, একদা তাহারা সবাই যদি বাঁশ লইয়া মাঠে গমন করে তখন সকল খেলাই পরিণত হইবে "লাঠি খেলায়" ...... বাঁশউল্লাস করিবার অথবা দেখিবার কেহই থাকিবে না ||........হে অভাগারা, তোমরা অসুখের কাছে পরাজিত হইয়া সুখ বঞ্চিত হইয়ো না....সর্বোপরী সুন্দরবনের বাঘকে তোমরা বাঁশবাগানে নামাইও না..." copyright @ Syed M Rahman Raju copyright @ Syed M Rahman Raju
No comments:
Post a Comment